সর্বশেষ সংবাদ :

“বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি”

বিক্রয় ও বিতরন বিভাগ-৪, নেসকো লিঃ, রাজশাহীর সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারন এবং পূর্ণবাসন প্রকল্প এবং রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক উন্নয়ন মূলক কাজের জন্য নিম্নবর্ণিত সিডিউল অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

১ আরডিএ ২১/০১/২০২২ জামাল সুপার মার্কেট, জিরোপয়েন্ট, কাঁচা বাজার, আরডিএ খাঁচা, বড়কুঠিপাড়া, মাষ্টারপাড়া, মনিচত্ত্বর। সকাল ০৯:০০ বিকাল ০৪:০০ থেকে ০৭:০০ ঘন্টা।

২ কলাবাগান ২২/০১/২০২২ শেখপাড়া, ঘোষপাড়া, লিচুবাগান, কলাবাগান, ফকিরপাড়া, হেতমখাঁ, হরিজন কলোনী, বর্ণালীর পেছনে এবং কাদিরগঞ্জ। সকাল ১০:০০ বিকাল ০৪:০০ থেকে ০৬:০০ ঘন্টা।

 

উন্নয়ন মূলক কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় কতৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত। নেসকো লি. রাজশাহী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সানশাইন/শাহজাদা মিলন

 


প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ | সময়: ৫:২৭ অপরাহ্ণ | সুমন শেখ