সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় দুইদিন ব্যাপি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার এবং সোমবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স এ প্রশিক্ষণের আয়োজন করেছিলেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় মানবাধিকার, এডভোকেসি, সুশাসন ও নারীর ক্ষমতায়ন বিষয়ক এডভোকেসি নেটওয়ার্ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা, খ্রিষ্টিয়ান এইডের প্রধান প্রশিক্ষক থাদিয়াস বিশ্বাস, ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর গোলাম কিবরিয়া, কর্মকর্তা আশরাফুল আরিফ।
প্রশিক্ষণে ছিলেন বাগমারা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক এর সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সহ-সভাপতি প্রভাষক রিনা খাতুন, সহকারী অধ্যাপক মেজবাহুল হক দুলু, সাধারণ সম্পাদক সাংবাদিক ইউসুফ আলী সরকার, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সাংবাদিক মামুনুর রশিদ, সুমনা (হিজড়া), দুরুল হুদা, রাসমনি পাহাড়ী (আদিবাসী), সদস্য খন্দকার শাহিদা আলম, শাহানাজ পারভীন, জান্নাতুন ফেরদৌস, কুলসুম বিবি, ফাহিমা খাতুন, আশরাফুল ইসলাম, রতন বাসফোড়, নীরেন্দ্রনাথ সাহা, আকবর আলী, সমরেশ সরকার, মিজানুর রহমান, শাহজাহান আলী সরদার, রফিকুল ইসলাম রঞ্জু, আফরোজা হোসেন, নাদিরুজ্জামান মিলন ও সাংবাদিক শামীম রেজা।