সাংসদের করোনা মুক্তির জন্য জায়নামাজ বিতরণ

স্টাফ রিপোর্টার বাগমারা: রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক আবারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সহ-সভাপতি নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।
এ সময় উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে জায় নামাজ বিতরণ করা হয়েছে।
ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির করোনা মুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করে চলেছেন সর্বস্তরের জনসাধারণ।


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর