সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার বিনামূল্যে ভ্যান, সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক বায়েজীদ হোসেন ওয়ারেছী ও সমাজসেবা অফিসার (রেজিঃ) ড. হামিদুল ইসলাম।
আলোচনা সভায় অতিথিগণ উপকারভোগিদের নানা পরামর্শমূলক উপদেশ দেন এবং বিনামূল্যে ভ্যান, সেলাই মেশিন ও কম্বল বিতরণ এর জন্য শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রশংসা করেন। এরকম উন্নয়নমূলক কর্মকান্ড যাতে আগামীতেও করে যেতে পারে সেজন্য তাদের সহযোগিতা থাকবে বলে জানান অতিথিগণ। শেষে শাপলা কালচারাল স্কুলের শিক্ষার্থী ও স্টাফদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সুবিধাভোগিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।