বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বং।
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত।
তার আশু সুস্থতা কামনায় আজ (মঙ্গলবার) রাজশাহী মহানগর শ্রমিক লীগের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিকেল ৪টায় এ দোয়া অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিলে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দসহ সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল।