মঙ্গলবার, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার রাত সাড়ে দশটায় লন্ডনের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আমি শুনেছি তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
এর আগে গত বছরের ২৫ অক্টোবর লন্ডন থেকে ঢাকা আসেন শর্মিলা রহমান। এতদিন তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখভাল করেছেন। এদিকে আরাফাত রহমান-শর্মিলা রহমান দম্পতির বড় মেয়ে জাহিয়া রহমান দুদিন আগে ঢাকা ত্যাগ করেন।