শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব। এ সময় আল-আমিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকালে চারঘাটের অনুপমপুর থেকে আড়ানী রাস্তার পাশে ফুরকানিয়া মাদ্রাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার আল-আমিনের বাড়ি চারঘাট উপজেলা সদরে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।