শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই যুবক হলেন কুমারপাড়া ফুদকিপাড়া এলাকার আব্দুল তোয়াবের ছেলে আব্দুল জাব্বার নাসিম (৪৪)।
আহতের আত্মীয় স্বজন জানান, নাসিমের ফুদকিপাড়া পদ্মার ধারের দোকানের নিচের চরে নাসিম কিছু সবজি গাছ লাগিয়েছিলেন, ঠিক সেই জায়গাতে বাদশা ধান লাগাতে তার লোকজন পাঠালে নাসিম বাধা দেন। তারপর নাসিম বিষয়টি বাদশাকে জানাতে গেলে বাদশা ও বাদশার দুলাভাই শামিম ও তার ছেলে রাহাত এবং নয়ন, মিন্টু, ফারুক সহ আরও কয়েকজন মিলে এলোপাথারি মারধর শুরু করেন। একপর্যায়ে ছুরিকাঘাত করলে নাসিম আহত হন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।