শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি:
চারুশিল্পে বিশেষ অবদান রাখায় বিচারপতি মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক আবদুস সোবাহান। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা পান তিনি।
বিচারপতি মাহবুব মোর্শেদের ১১১তম জন্মদিবস উপলক্ষে ‘বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন’ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে ‘বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আবু তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সভাপতি বিচারপতি নিজামুল হক সেলিম, প্রধান আলোচক ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম. ফারুক। অনুষ্ঠানে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের সন্তান সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ স্মৃতিচারণ করেন।
সানশাইন/১৭ জানুয়ারি/এলএইচ