রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্লাস বন্ধ রেখে স্কুল চত্বরে উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রহনপুর পৌর এলাকার রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ জিয়াউর রহমান।
জানা গেছে, শনিবার ওই স্কুলে ৬ষ্ঠ শ্রেণির প্রায় ২ শতাধিক শিক্ষার্থীকে ৩টি বিষয়ে পাঠদান দেয়ার কথা ছিল। কিন্তু তাদের ক্লাস না নিয়ে শুধুমাত্র উপবৃত্তির ফরম বিতরণ করে
ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক কাওসারআলীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে ভেন্যু হিসাবে স্কুল চত্বর ব্যবহার করতে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, ক্লাস বন্ধ রেখে স্কুল চত্বরে রাজনৈতিক অনুষ্ঠানের বিষয়টি প্রধান শিক্ষক আমাদের অবহিত করেননি।