রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
জাপানে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হামলার শিকার হয়েছেন দুই শিক্ষার্থী। দেশটির টোকিও বিশ্ববিদ্যালয়ের সামনে শনিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় ১৭ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, আহত ওই দুই শিক্ষার্থীর একজন ছেলে অন্যজন মেয়ে। তাদের বয়স ১৮ বছর। অন্য আহত ব্যক্তির বয়স ৭৫ বছর। হামলায় তিনি গুরুতর জখম হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে পেছন থেকে এ হামলা করা হয়।