বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: করোনার ঊর্দ্ধমুখী সংক্রমণের মধ্যেও মাস্ক না পরার কারণে রাজশাহীতে দুজনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ এ দণ্ড দেয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে আবার মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার মাস্ক না পরার কারণে একজন ২০০ এবং আরেকজনকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। বিকালেও অভিযান চলছিল। অভিযানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে বলেও জানান তিনি।