বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বং।
প্রেস বিজ্ঞপ্তি: গতকাল সকাল দশটার সময় অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ আঞ্চলিক পরিষদ রাজশাহীর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নানকিং দরবার হল মনি বাজার রাজশাহী। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ রাশেদ আহমেদ সালেহ, সভাপতি অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ ঢাকা, প্রধান বক্তা ছিলেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোবারক হোসেন। উক্ত সাধারণ সভা শেষে ব্যাংক অফিসার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন আনারুল আইয়ুবী, সাধারণ সম্পাদক হন ওয়াহিদা ইয়াসমিন।