সর্বশেষ সংবাদ :

এমপি মিতার পিতার মৃত্যুতে আয়েনের শোক

স্টাফ রিপোর্টার: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতার পিতা মহানগরীর কেশবপুর নিবাসী মো. আব্দুস সালেহ সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো আয়েন উদ্দিন। আজ শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। শোক বার্তায় সংসদ সদস্য আয়েন উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন প্রকাশ করেন।
উল্লেখ্য, মো. আব্দুস সালেহ সালাম শুক্রবার বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে মহানগরীর কেশবপুরে (পুলিশ লাইন স্কুলের বিপরীতে) নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।


প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ | সময়: ৬:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর