শনিবার, ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে সিসিডিবির উদ্দ্যোগে এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তানোর সিসিডিবির কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে সিসিডিবির মোহনপুর এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে তানোর উপজেলা নিবার্হী অফিসার পঙ্কজ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি ছিলেন। তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় ছিলেন, সিসিডিবি তানোর শাখার ম্যানেজার আব্দুল হাই-আল-হাদি ও স্থানীয় সাংবাদিকরা।
উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।