সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের রাস্তার পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নুহু স্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম মুসলিম আলি (৯০)। তিনি গোমস্তাপুর ইউনিয়নের বেগম নগর গ্রামের বাসিন্দা আতু ঘরামীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বৃদ্ধ মুসলিম আলি নুহু স্ট্যান্ডের বাজার থেকে বাজার করে বাড়ি ফিরেছিলেন। পথে ওই এলাকার রাস্তা পার হওয়ার সময বিপরীত থেকে আসা একটি ট্র্যাক (যশোর ট- ১১-০৯১৮) পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। সে সময় তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে সেখানে তার মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তপুর থানায় মামলা দায়ের হয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ | সময়: ৬:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ