শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
সানশাইন ডেস্ক;
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বেড়েছে । বৃহস্পতিবার ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
এ বিষয়ে উপরেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন জানায়, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক ইউনিটে আসনসংখ্যা পূরণ না হওয়ায় নতুন করে আবার ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সব থেকে বেশি আসনসংখ্যা ফাঁকা রয়েছে সি ইউনিটে’ বলে জানান তিনি ।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল।