রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে বিয়ে করে অবশেষে ধরা পড়েছেন এক কফি ব্যবসায়ী । তিনি ওই ছাত্রীর সঙ্গে সংসার করতে বিয়ে করেছেন বলে জানায়।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ তাকে আটক করেছে । পরে প্রক্টরের হাতে তাকে তুলে দেয়া হয় । প্রক্টর থেকে বলা হয়েছে, তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়া হবে ।