সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খনন কালে প্রাচীন বিষ্ণু মুর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের করিশা গ্রামের (বিজলি পাড়ায়) মৃত শহর আলীর ছেলে মজিবুর রহমানের পুকুর থেকে এ মূর্তি উদ্ধার করেন মোহনপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, করিশা গ্রামে পুকুর সংষ্কার কালে মূর্তি দেখার পর মোহনপুর থানায় খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মুর্তিটি উদ্ধার করেন। মূর্তিটির ওজন ৩০ কেজির মতো হবে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। রাজশাহী বরেন্দ্র জাদুঘরে এটি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।