বৃহস্পতিবার, ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. আইয়ুব। এ সময় তার কাছ থেকে বিস্কুটের প্যাকেটের মধ্যে লুকানো অবস্থায় ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে চেকপোস্ট চলাকালে ইয়াবাসহ আইয়ুবকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার আইয়ুবের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।