সর্বশেষ সংবাদ :

ছুটিতে গ্রামের বাড়ি বগুড়ায় এসে নারী পুলিশের আত্মহত্যা

সানশাইন ডেস্ক;বগুড়ায় গ্রামের বাড়িতে ছুটি কাটাতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন রহিমা খাতুন নামে এক নারী পুলিশ সদস্য । বুধবার সন্ধ্যা ৭ টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেই নারী পুলিশ।

জানা গেছে, রহিমা খাতুন শেরপুর উপজেলার চন্ডিশ্বর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও কক্সবাজার অষ্টম আর্মড ব্যাটালিয়ন পুলিশে কর্মরত ছিলো । তার মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজ্জাকুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে তিনি গেছে, রহিমা ৫ জানুয়ারি ছুটিতে গ্রামের বাড়ি আসেন। গতকাল সকাল ১১টার দিকে তিনি নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শজিমেক এ আনা হয়। পরে সন্ধ্যায় তিনি মারা যায়।


প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ | সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ