বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউজের চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি বলেন, যুক্তরাষ্ট্রে ওমিক্রন দাবনলের মত ছড়িয়ে পড়ছে। অবশ্য কিছু ব্যতিক্রম ছাড়া টিকা প্রাপ্ত ব্যক্তিরাই ভালো থাকবেন। সিএনএন ফাউচি আরো বলেন, আমরা এই ভাইরাসকে নির্মূল করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তবে টিকা দেওয়াই এখন পর্যন্ত সমাধান। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর) এর ন্যাশনাল ইনস্টিটিউট অন এপিডেমিওলজিস্টের সায়েন্টিফিক অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান ড. জয়প্রকাশ মুলীয়িল বলেন, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রায় অপ্রতিরোধ্য। সকলেই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হবেন। বুস্টার ডোজও এই সংক্রমণ আটকাতে পারবে না। এনডি টিভি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে প্রত্যেক ৫ জনের এক জন অর্থাৎ ৬৫ মিলিয়ন মানুষ এখনো ভ্যাকসিন নেয়নি। ৬২ শতাংশ মানুষ পূর্ণ টিকা নিয়েছেন। আর মাত্র ২৩ শতাংশ মানুষ বুস্টার ডোজও নিয়েছেন। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, গত সপ্তাহে দেশটিতে গড়ে প্রতিদিন ৭ লাখ ৫৪ হাজার ২০০ জনের কোভিড শনাক্তহয়েছে। এই সংখ্যা গত বছরের জানুয়ারিতে কোভিড শনাক্ত রোগীর প্রায় তিনগুণ। গত সপ্তাহে দেশটিতে গড়ে ১ হাজার ৬৪৬ জনের কোভিডে মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ বেশি।