রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: শিরোপা লড়াই দারুণ জমেছিল তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, এনামুল হোসেন রাজীব ও জিয়াউর রহমানের মধ্যে। শেষ রাউন্ডের জয়ে জাতীয় দাবায় সেরা হয়েছেন রাজীব। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে হওয়া ৪৬তম জাতীয় দাবা প্রতিযোগিতায় সোমবার ত্রয়োদশ ও শেষ রাউন্ডে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান রাজীব। ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন এই গ্র্যান্ডমাস্টার।
ক্যান্ডিডেট মাস্টার শরিফ হোসেনকে হারিয়ে আসর শেষ করেছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সাড়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন তিনি। আর ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজ উদ্দিনের কাছে হেরে যান গতবারের চ্যাম্পিয়ন নিয়াজ। সব মিলিয়ে ৯ পয়েন্ট নিয়ে তিনি হয়েছেন তৃতীয়।
এবারের আসর ভালো যায়নি দেশের বাকি দুই গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আব্দুল্লাহ আল রাকিবের। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে রিফাত সপ্তম ও ৬ পয়েন্ট নিয়ে রাকিব হয়েছেন যৌথভাবে অষ্টম। গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে হয়েছেন পঞ্চম।