বৃহস্পতিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মহিলা পরিষদের উদ্যোগে ২০০ অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকাল ৫টার দিকে নগরীর ঘোড়ামারাস্থ নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার।
আরও উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক হেলেন খান, প্রশিক্ষণ ও শিক্ষা সম্পাদক সেলিনা বানু, সমাজ কল্যান সম্পাদক নুরুন্নাহার বেগম, সদস্য নুরুন্নাহার পারভীন ও দীপ মান্নান প্রমুখ।