ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রকির পিতা বাচ্চুর ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি: প্রবীণ আওয়ামী লীগ নেতা, ১৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রকি শেখ এর পিতা বাচ্চু শেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাচ্চু শেখ এর জানাযার নামাজ আজ মঙ্গলবার বাদ যোহর বখতিয়ারাবাদ মালদা কলোনী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মন্তাজ আহমেদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জীবন, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব শেখ সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ।


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ | সময়: ৫:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর