রাজশাহীতে ৫০০ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সানশাইন ডেস্ক;

রাজশাহীর চারঘাটে ৫শত ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা । আটককৃত ব্যক্তি হলেন বোয়ালিয়া থানাধীন হরিজন পল্লি মেথর পাড়ার কানাই লাল এর পুত্র কৃষান ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শলুয়া ইউনিয়নের চামটা মাঠ সংলগ্ন চৌদ্দ মাথা মোড়ে ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছিল । এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের ওই টিম ঘটনাস্থলে পৌছে কৃষানকে গ্রেফতার করেন ।

এসময় তার থেকে ৫ শত পিচ ইয়াবা উদ্ধার হয়েছে । আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে ।


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ | সময়: ৮:০৭ অপরাহ্ণ | সুমন শেখ