রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৯ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী মেটলাইফ বাংলাদেশ এর ২৩০-র অধিক এজেন্সির মধ্যে সেরা এজেন্সির স্থান অধিকার করেছে রাজশাহীর চঞ্চল এজেন্সি। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়াটিক থ্রি সিক্সটির এক্সিকিউটিভ আসিফ খান।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত পর পর তিনবার ̒এজেন্সি অফ দ্যা ইয়ার ̓ হওয়ার গৌরব অর্জন করলো রাজশাহীতে মেটলাইফ এর চঞ্চল এজেন্সি।
সানশাইন/রনি/১১ জানুয়ারি