সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : দেশে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আগামী ১৫ জানুয়ারি শনিবার সংবাদ সম্মেলন করবে স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ জামিল ব্রিগেড।
এদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রিগেডের বিভিন্ন কার্যক্রম বিষয়ে কথা বলবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও জামিল ব্রিগেডের প্রধান উপদেষ্টা ফজলে হোসেন বাদশা এমপি। রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টস্থ ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার সন্ধ্যায় শহিদ জামিল ব্রিগেডের মনিটরিং সেল ও থানা সমন্বয়কদের এক জরুরি আলোচনা সভায় এই সিদ্ধন্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক ও মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে। দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এমন অবস্থায় রাজশাহীর মানুষের পাশে দাঁড়াতে শহিদ জামিল ব্রিগেডের সকল কার্যক্রম পুনরায় চালু করা জরুরি। জনগণের কাছে আবারও জামিল ব্রিগেডের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আগামী ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এর মধ্য দিয়েই জামিল ব্রিগেডের সম্মুখযোদ্ধারা পুরোদমে মাঠে কাজ করবে। হটলাইনের মধ্য দিয়ে মানুষের যেকোন বিপদে অল্প সময়ের ব্যবধানে পাশে পাওয়া যাবে জামিল ব্রিগেডের স্বেচ্ছাসেবকদের।
সভায় উপস্থিত ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, শহিদ জামিল ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য আব্দুল মতিন, সিরাজুর রহমান খান, নাজমুল করিম অপু, সীতানাখ বণিক, থানা সমন্বয়ক ওহিদুর রহমান, শাহীন শেখ, সামন্ত ঘোষ মাসেন, সাকিব আল হাসান, বিজয় সরকার, অমিত সরকার, বিশু শেখ প্রমুখ।