সর্বশেষ সংবাদ :

ভবানীগঞ্জ পূবালী ব্যাংক শাখায় নবাগত ম্যানেজার ফরমান হাসানের যোগদান

স্টাফ রিপোর্টার, বাগমারা: উপজেলার হেডকোয়ার্টার ভবানীগঞ্জ পূবালী ব্যাংক শাখায় নবাগত ম্যানেজার প্রিন্সিপাল অফিসার মো: ফরমান হাসান যোগদান করেছেন। গতকাল রবিবার সকালে তিনি নতুন কর্মস্থল ভবানীগঞ্জ শাখায় যোগদান করেন। এর আগে ব্যাংকটিতে ম্যানেজারের দায়িত্ব পালন করেন রাকিব হাসান। বর্তমানে তিনি রাজশাহীর কোর্টবাজার শাখায় বদলী হয়েছেন। তিনি ভবানীগঞ্জ শাখায় প্রায় তিন বছর দায়িত্ব পালন করে রাজশাহীর কোর্টবাজার শাখায় বদলি হয়ে যাওয়ায় প্রিন্সিপাল অফিসার ফরমান হাসান এই শাখয় ম্যানেজারের দায়িত্ব পান। এর আগে ফরমান হাসান সিরাজগঞ্জের উল্লাহপাড়া শাখায় ম্যানেজারের দায়িত্বে ছিলেন। নতুন ম্যানেজার ফরমান হাসানের যোগদানর উপলক্ষ্যে রবিবার বিকেলে ব্যাংক কার্যালয়ে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। নবাগত ম্যানেজার ফরমান হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সোবহান ও অধ্যক্ষ আতাউর রহমান শিবলী। এ সময় ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী ও ব্যাংকের গ্রাহক এলাকার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নবাগত ম্যানেজার প্রিন্সিপাল অফিসার ফরমান হাসানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীবৃন্দ।


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর