বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
ভোলাহাট প্রতিনিধি: জালনোট চেনার পদ্ধতি ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভোলাহাটে সকল ব্যাংক ব্যবস্থাপক, সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, অন্যান্য ব্যক্তিদের অংশগ্রহণে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড ভোলাহাট শাখার সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ডেপুটি ম্যানেজার (ইনচার্জ) কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর সহকারী পরিচালক শাহিনুর আলম।
ভোলাহাট সোনালী ব্যাংক শাখার ব্যাবস্থাপক নেসার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, অধ্যক্ষ রহমতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আফসার হোসেন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আবুবকর, এসআই আলমগীর হোসেন, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক সাদিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক ভোলাহাট শাখার অফিসার ফিরোজ কবির।