মাটিকাটা ইউপির চেয়ারম্যান সোহেলকে সংর্বধনা

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে সংর্বধনা দিলেন গোদাগাড়ী অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন ( গোজা)। রবিবার বিকাল সাড়ে ৩ টার সময় মাটিকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সম্মাননা স্বারক হিসাবে চেয়ারম্যান সোহেল রানার হাতে ক্রেস্ট তুলেদেন গোদাগাড়ী অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব ও সাধারন সম্পাদক সেলিম সানোয়ার পলাশ।
অনুষ্ঠানে চেয়ারম্যান সোহেল রানা সংবাদিকদের উদ্দ্যেশে বলেন, আপনারা জাতির বিবেক। এলাকার বিভিন্ন সমস্যার কথা দেশ ও জাতির সামনে তুলে ধরবেন। এছাড়াও আপনারা আমাকে সহয়োগিতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য মুরাদ পারভেজ মুরাদ, আশরাফুল আলম, ৩ নং ওয়ার্ডের মেম্বার হুমায়ন রাকেশ বাবু, ৯ নং ওয়ার্ডের মেম্বার উকিল আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২ | সময়: ৫:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ