বৃহস্পতিবার, ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসকে সংবর্ধনা দিয়েছে ঈশ্বরদীর শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজ।
রবিবার সকালে স্কুল চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা, সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আইনুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা মোহাম্মদ রশিদুল্লাহ্, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবীন শিরিন পিয়া, ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের ১নং যুগ্ম-আহবায়ক ও সাবেক সফল ভিপি মুরাদ আলী মালিথা, কলেজ শিক্ষক শহিদুল হক শাহীন প্রমূখ। পরে ৭ দিন ব্যাপী বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়।