সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : মহানগরীর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী সদস্য ওয়ালিউল ইসলামের (৫৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিকে হড়গ্রাম মোল্লাপাড়া নিবাসী ওয়ালিউল ইসলামের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মরহুমের শিশু সন্তান সহ পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন মেয়র মহোদয়।