রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে দুইদফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ রোববার জেলা প্রশাসক আব্দুল জলিল’র হাতে এ স্মারকলিপি প্রদান করেন।
এরআগে বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিয়োগ ও পদোন্নতিসহ দুইদফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহী জেলার সভাপতি মো. খায়রুল আমিন সরকার, সাধারণ সম্পাদকমো. ইকবাল হোসেনসহ রাজশাহীর জেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণ।
কর্মসূচিতে অংশগ্রহণকারি সদস্যগণ তাদের বেতন স্কেলের উপর অবৈধ স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করে নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী ভূমি সহকারী পদে পদোন্নতি ও উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগের জোর দাবি জানান তারা।