শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। রবিবার (৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে পুলিশসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা করছে। এ ছাড়া টেকনাফের ফায়ার সার্ভিস স্টেশনকেও খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা বলেন, ‘ক্যাম্পের ভয়াবহ আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে আছি, এই মুহূর্তে কথা বলা সম্ভব না।’ এর আগে চলতি বছরের ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এ ছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যান ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।