সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল (৮ জানুয়ারি) রাতে রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল এটি করা হয়। জিডি নম্বর ৩৮৮।
এতে চাঁদার রসিদ না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। সমিতির ২৪০ জন সদস্যের চাঁদা নিয়ে রসিদ না দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। ২৪০ শিল্পীর পক্ষে জিডি করেছেন মকবুল হোসেন আরমান। জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘২৪০ জন সদস্য শিল্পী সমিতির বার্ষিক চাঁদা হিসেবে জনপ্রতি ২৪০০ টাকা করে সমিতি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাকির ও জামালের কাছে জমা দিয়েছেন। চাঁদার রসিদ সঙ্গে সঙ্গে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ১৫ দিন ধরেই দিচ্ছি দিচ্ছি বলে দিচ্ছে না। জাকির ও জামালের কাছে গেলে তারা জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করছেন না, আমি কী করবো! আজ সদস্যদের চাঁদা দেওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু আজ অবধি আমরা আমাদের চাঁদা জমা দেওয়ার কোনও রসিদ পাইনি। কিন্তু মিশা-জায়েদ খান প্যানেলের সব সদস্যের চাঁদার রসিদ দেওয়া হয়েছে।’ অভিযোগগুলো নিয়ে জায়েদ খান বলেন, ‘আসন্ন নির্বাচনে প্রতিপক্ষরা ইচ্ছাকৃত আমাদের হেয় করার জন্যই এ জিডি করেছেন। এটা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা তো শিল্পী সমিতিতেই থাকি। আমার সঙ্গে সরাসরি কথা বললেই পারতো। আসলে আমাদের দুই বছরের সফলতায় তারা ঈর্ষাকাতর।’ প্রসঙ্গত, আসছে ২৮ জানুয়ারি ২০২২-২০২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান একটি প্যানেলে নির্বাচন করবেন। আরেকটি প্যানেলে নেতৃত্ব দেবেন একুশে পদক জয়ী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ।