সিপিবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি নির্বাচিত

সিপিবির ঢাকা মহানগর দক্ষিণে শামসুজ্জামান হীরা সভাপতি ও জলি তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে গঠিত ঢাকা মহানগর উত্তরের কমিটিতে ডা. সাজেদুল হক রুবেল সভাপতি ও লুনা নূর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  শুক্রবার (৭ জানুয়ারি) পৃথক-পৃথক সম্মেলনের মধ্য দিয়ে এ দুই কমিটি নির্বাচিত হয়। রবিবার (৯ জানুয়ারি) দলীয়সূত্র এ তথ্য জানায়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছে। কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন, জামসেদ আনোয়ার তপন, আক্তার হোসেন, সাইফুল ইসলাম সমীর, ত্রিদিব সাহা ও সেকান্দার হায়াৎ। কমিটির সদস্যরা হলেন, আবু তাহের বকুল, আইনুননাহার সিদ্দিকা লিপি, আসলাম খান, হযরত আলী, আব্দুল কুদ্দুস, শংকর আচার্য, হাসিনুর রহমান রুশো, মনীষা মজুমদার, জাহিদ হোসেন খান, মানবেন্দ্র দেব, জনি আরাফ খান এবং অনিন্দা সাহা তুলতুল। মহানগর উত্তর কমিটির সম্মেলন থেকে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং ১৯ জনকে নির্বাচন করা হয়। নির্বাচিত হলেন- মোসলেহ উদ্দিন, হাসান হাফিজুর রহমান সোহেল, সাদেকুর রহমান শামিম, মোশাররাফ হোসেন, ফেরদৌস আহমেদ উজ্জল, জয়নাল আবেদীন, আলী কাউসার মামুন, রাসেল ইসলাম সুজন, রোকেয়া বেগম, মোস্তাফিজ সুলতান, রাশেদুল হাসান রিপন, জহিরুল ইসলাম, শরিফুল আনোয়ার সজ্জন, মোতালেব হোসেন, জাহানারা বেগম, আশিকুল ইসলাম জুয়েল এবং মো. দিদারুল আলম।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ১:৫৩ অপরাহ্ণ | সুমন শেখ