সর্বশেষ সংবাদ :

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীদের মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, রাজশাহীর আয়োজনে আইনজীবীদের মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চৈতীর বাগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, বার কাউন্সিলের সদস্য এ্যাড. মোঃ ইয়াহিয়া, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাড. ইব্রাহিম হোসেন, এ্যাড. লোকমান আলী, এ্যাড. একরামুল হক, এ্যাড. মাজেদুল আলম শিবলী, এ্যাড. মমিনুল ইসলাম, এ্যাড. রুবাইয়াত কাইসার রাজিব, এ্যাড. সাদেকুল ইসলাম, এ্যাড. সোয়েবুল আলম রাতুল, এ্যাড. নার্গিস সহ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ৮:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ