সর্বশেষ সংবাদ :

অগ্নিদগ্ধ স্কুলশিক্ষক ফাতেমাকে ঢাকায় হস্তান্তর

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আগুনে পুড়ে গুরুত্বর আহত স্কুলশিক্ষক ফাতেমা খাতুনকে (৩৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে শনিবার বিকালে স্বজনেরা তাঁকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন জানান, ফাতেমার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। এ কারণে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ফাতেমা খাতুন নগরীর মহিষবাথান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকার সাদিকুল ইসলামের স্ত্রী। গত বৃহস্পতিবার রাতে বাড়িতে কেরোসিন ঢেলে ফাতেমার শরীরে আগুন দেয়া হয়। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় স্বামী সাদিকুলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ফাতেমার ভাই। ঘটনার পর থেকেই সাদিকুল পলাতক।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ৭:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ