জয়পুরহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে লাল সবুজ প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এসব বিতরণ করা হয়। এসময় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও দুইশ মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
সংস্থাটির সভাপতি জাকারিয়া মন্ডল শিমুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা ও জেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা নন্দলাল পার্শী।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ৫:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর