সোমবার, ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করা ও নতুন প্রজন্মের কাছে ফুটবল খেলাকে জনপ্রিয় করার লক্ষ্যে নওগাঁয় শুরু হওয়া জেলা ফুটবল লীগের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে নওগাঁ স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে চূড়ান্ত খেলার উদ্ধোধন ও খেলা শেষে বিজীয়-বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানাসহ অন্যরা।
খেলায় শৈলগাছী ফুটবল কল্যাণ সমিতি ১-০ গোলে সানরাইজ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ গ্রহন করে। গত ২৬ নভেম্বর প্রতিযোগিতা শুরু হয়। কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শকরা স্টেডিয়ামে খেলা উপভোগ করেন।