শনিবার, ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মোটর সাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটায় নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায় একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য মতে, অজ্ঞাতনামা চোরেরা এই কাজটি করে। পরে মতিহার থানা ও মির্জাপুর পুলিশ ফাঁড়ির টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টায় নগরীর তালাইমারী বাঁধ বালুর ঘাট থেকে মোটর সাইকেলসহ ২ চোরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মতিহার থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।