শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;
রাজশাহীর বাজারে বেড়েছে কাঁচা সবজি ও ডিমের দাম। শনিবার রাজশাহীর বাজারে ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় সকল প্রকার সবজির দাম বৃদ্ধি পেয়েছে ।
এ সপ্তাহে ফুলকপি বিক্রি হচ্ছে কেজিতে ৩০ টাকা যা গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেশি, বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি যা গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেশি, আলু বিক্রি হচ্ছে ২০ টাকা, শিম ৪০ টাকা, দেশী করলা বিক্রি হচ্ছে ১২০ টাকা যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২৫ টাকা বেশি, শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি যা গত সপ্তাহের তুলনায় ১৫ টাকা বেশি, টমেটো ৪০, গাজর ৩০, শিম ৪০ টাকা ও পেয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে ।
এক সবজি বিক্রেতার সাথে কথা হলে তিনি বলেন, এ সপ্তাহে কয়েকটি সবজির দাম ৫-৭ টাকা বৃদ্ধি পেয়েছে। আমদানি কম থাকায় এসব সবজির দাম বৃদ্ধি পেয়েছে ।
এদিকে রাজশাহীর বাজারে বেড়েছে সবরকমের মুরগির দাম । ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬৫ টাকা যা গতসপ্তাহের চেয়ে কেজিতে ৫ টাকা বেশি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি।
এছাড়াও, ডিমের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে পেয়েছে। লাল ডিম বিক্রি হচ্ছে ৩৪ টাকা হালি যা গত সপ্তাহের তুলনায় হালিতে ২ টাকা বেশি, সাদা ডিম বিক্রি হচ্ছে ৩২ টাকা হালি যা গত সপ্তাহের তুলনায় ৪ টাকা বেশি।
গতসপ্তাহের মত এসপ্তাহে ও সকল মুদিপন্যের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া গরুর মাংস ও খাশির মাংসের দাম গত সপ্তাহের মত অপরিবর্তিত রয়েছে । গরুর মাংশ বিক্রি হচ্ছে ৫৮০-৬০০ টাকা কেজি, খাশির মাংশ বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজিতে ।
এ সপ্তাহে মাছের বাজারে খুব বেশি পরিবর্তন হয়নি। বড় ইলিশ বিাক্র হচ্ছে ১০০০ টাকা কেজি, ছোট ইলিশ ৮০০ টাকা কেজি, রুই বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি যা গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেশি, কাতল বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি,বিলের মাছ সোল মাছ বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি, নদীর মাছ ইট বিক্রি হচ্ছে ৯০০ টাকা যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৯৫০ টাকা কেজিতে।
এছাড়া অন্যান্য মাছের দাম স্থিতিশীল রয়েছে।