রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ৫৪ বছর বয়সে এসএসসি পাশ করা আব্দুল হান্নান কে সংবর্ধণা দিল বাংলাদেশ গণ-অধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার বিনাদপুর কামাত গ্রামে হান্নানের নিজ বাসভবনে বাংলাদেশ গণ-অধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজিত এ সংবর্ধনা দেয়া হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ পেশাজিবি অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদস্য মেহেদী হাসান, যুব অধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক নাদিম হুসেন, ছাত্র অধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মিজানুর রহমান ও যুগ্ম আহবায়ক মোত্তাসিন বিস্বাস।
প্রসঙ্গত: ৫৪ বছর বয়সে আব্দুল হান্নান নামক এক কৃষক তেলকুপি জামিলা স্বরণি ভকেশনাল স্কুল থেকে কারিগরী বোর্ডের অধিনে চলতি বছর এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে ৪.১১ পেয়ে উত্তীর্ণ হন।