নগরীতে সুবহানাল্লহ্ ট্রেড হাউজের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে সুবহানাল্লহ্ ট্রেড হাউজের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি নগরীর গনকপাড়ার এক অভিজাত কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উত্তরবঙ্গের বৃহত্তম আমদানীকারক সুবহানাল্লহ্ ট্রেড হাউজের এ বার্ষিক ডিলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিখ্যাত চাইনীজ ব্যাটারী কোম্পানী ডংজিন লংজারভিটি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লু পিন। বিশেষ অতিথি ছিলেন চাইনীজ ব্যাটারী কোম্পানী হুয়াকি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লি জুন জুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবহানাল্লহ্ ট্রেড হাউজের স্বত্তাধিকারী এসএম মনিরুজ্জামান।
অনুষ্ঠানে দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে ব্যাটারীচালিত যান এবং ব্যাটারীর ডিলারগণ অংশ নেন। অতিথিগণ প্রথম আটজন সর্বোচ্চ বিক্রেতাকে সুবহানাল্লহ্ ট্রেড হাউজের পক্ষ থেকে ক্রেস্ট ও আটজনের প্রত্যেককে একটি করে ৫৫ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন উপহার হিসেবে প্রদান করা হয়।


প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২ | সময়: ৭:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ