বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
রাজশাহী মহানগরীর বিন্দুর মোড় ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে আগামী শনিবার বেশ কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নেসকো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, নেসকো লিঃ, রাজশাহী’র সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিন্দুর মোড় ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে আগামী শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বাসস্ট্যান্ড, বিন্দুরমোড়, রাজশাহী মহিলা কলেজ, থিম ওমর প্লাজা, গ্রেটাররোড, কাদিরগঞ্জ, ষষ্টিতলা, নিউমার্কেট, সুলতানাবাদ, বেলদারপাড়া ও বোয়ালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।