বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;
রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে ২৫০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে । আজ বৃহস্পতিবার দুপুরে শালবাগান পারহাউজের মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম ইয়াসমিন শিখা ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। এ সময়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু স্থানীয় নেতৃবৃন্দ ও রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।