বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৮৭৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা হাসান ফারুক ইমাম সুমন (আনারস) পেয়েছেন ৫ হাজার ২৩৬ ভোট।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদের কন্ট্রোলরুম থেকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান।
ওই ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৫৪১। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ৭৫৭ ও পুরুষ ভোটার ৬ হাজার ৭৮৪।