শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি, বগুড়ার শেরপুর উপজেলার ২নং মডেল গাড়ীদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাও. তবিবুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আশরাফ আলী ভোলা। বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফল মতে চশমা প্রতীকের মাও. তবিবুর রহমান পেয়েছেন ১২ হাজার ২১৬ ভোট, আনারস প্রতীকের আশরাফ আলী ভোলা পেয়েছেন ৬০০৯ ভোট । বুধবার (৫ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের ১৯টি কেন্দ্রে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত ইউপি সদস্য পদে ২৫জন এবং ৯টি ওয়ার্ডে ৫৬জন সাধারণ ইউপি সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।