সোমবার, ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইউপি নির্বাচনের ভোট দিয়ে ফলাফল জানা হলো না আনছার প্রামানিক (৬২) নামে এক কৃষকের। তিনি আজ বুধবার সকালে ভোট দিয়ে বাড়িতে যাওয়ার পর স্ট্রোক করে মৃত্যু বরণ করেন। মৃত আনছার প্রামানিক উপজেলা সান্তাহার ইউনিয়ন উৎরাইল জানাহাবাজ আকন্দপাড়া মৃত সজ প্রামানিকের ছেলে।
প্রতিবেশি হাফিজার রহমান বলেন, বুধবার উৎরাইল উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ টায় লাইনে দাঁড়িয়ে ভোট দেন আনছার প্রামানিক। ভোট দেওয়া পর একটি দোকানে পান খেয়ে মাথা ঘুরছে বলে প্রতিবেশি হাফিজারের সঙ্গে বাড়ি ফিরেন তিনি। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর বাথরুমে পিছলে পরে গিয়ে স্ট্রোক করে অসুস্থ হোন। পরে নিকটবর্তী চিকিৎসালয়ে নিয়ে যাওয়ায় পথে তিনি মারা যান।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।